ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আলাউদ্দীন আলির ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সুজন (২২) ও নুরনবীর ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৯)।

তারা সম্পর্কে আপন দুই চাচাতো ভাই।

আলমডাঙ্গা স্টেশন মাস্টার মিন্টু রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে সুজন ও আরাফাত আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের উপর হাঁটাহাঁটি করছিলো। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি লালব্রিজ অতিক্রম করার সময় দুই ভাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন ও আরাফাত মারা যায়। খবর পেয়ে আলমডাঙ্গা জিআরপি পুলিশ ঘটনাস্থল গিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।