ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলারোয়ায় ধান কাটা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
কলারোয়ায় ধান কাটা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপ‌জেলায় ধানকাটা নিয়ে বিরোধের জের ধরে মেহেদী হাসান (২৪) না‌মে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের খোর্দবাঁটরা গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ওই গ্রা‌মের কেরামত আলী গাজীর ছেলে।

কেরামত আলী বাংলা‌নিউজ‌কে বলেন, ধানকাটা নি‌য়ে একই গ্রামের গফফার গাজীর ছেলে জাহিদ হাসানের (২৬) সঙ্গে মে‌হেদীর কথা কাটাকাটি হয়। পরে মেহেদী ঝগড়া না করে বাড়িতে চলে আসে। তারপরও জাহিদ ও তার মা আলেয়া খাতুন বাড়িতে এসে মেহেদীকে বেধড়ক মারধর করেন। এতে মেহেদী গুরুতর আহত হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে কলারোয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, হাসপাতালে ‌নি‌য়ে আসার আগেই মেহেদীর মৃত্যু হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন র‌য়ে‌ছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলা‌নিউজ‌কে বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।