ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে মুক্তিযোদ্ধার সন্তানদের স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
রাজশাহীতে মুক্তিযোদ্ধার সন্তানদের স্মারকলিপি জেলা প্রশাসক কাছে স্মারকলিপি দিচ্ছেন মুক্তিযোদ্ধা সন্তানরা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: কোটা সংরক্ষণসহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদের নেতারা।

‘কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান জাতির কাম্য নয়’ এ স্লোগানে বুধবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদের আহ্বায়ক সাফকাত মঞ্জুর বিল্পব, সদস্য সচিব আব্দুস সাত্তার ডলার, যুগ্ম আহ্বায়ক আলমগীর মোরশেদ, আব্দুল আল রশীদ, আশরাফুজ্জামান মাসুম, শেখ তরিকুল ইসলাম, নজরুল হক বারী, তারিকুল হাসনি, ওবায়দুর রহমান মিলু, মাসুম আক্তার শিশির, মো. সেলিমসহ সমন্বয় পরিষদের নেতারা।

স্মারকলিপিতে তারা কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ ৬ দফা উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।