ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদিতে নিহত লক্ষ্মীপুরের সহোদরের বাড়িতে শোকের মাতম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
সৌদিতে নিহত লক্ষ্মীপুরের সহোদরের বাড়িতে শোকের মাতম বিস্ফোরণে নিহত লক্ষ্মীপুরের দুই ভাইয়ের ছবি

লক্ষ্মীপুর: সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত লক্ষ্মীপুরের কমলনগরের দুই ভাইয়ের বাড়িতে চলছে শোকের মাতম। দুর্ঘটনায় একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারের লোকজন পাগল প্রায়। সান্ত্বনা দিতে গিয়ে এলাকাবাসীও শোকে স্তব্ধ।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে সৌদি আরবের আল হোলাইফা শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশির মৃত্যু হয়। যার মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরের চরলরেন্স এলাকার নেছার আহমদের ছেলে জসিম উদ্দিন ও তার ছোট ভাই মো. ইব্রাহিম।

অপর পাঁচ নিহতের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের সহোদরসহ চারজন ও ফেনীর একজন।  

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে নিহতের স্বজনরা জানান, চার বছর আগে জসিম উদ্দিন সৌদি আরবে যান। এর দুই বছর পর ছোট ভাই ইব্রাহিম হোসেনও সেখানে যায়। এর আগে তাদের বাবা নেছার আহমদ একই স্থানে কাজ করতেন। দুই ভাই ও বাবাসহ তিনজনে সৌদি আরবের আল হোলাইফা শহরে লেপ তোষকের ব্যবসা করতেন। তারা সবাই একই বাসায় থাকতেন। দুর্ঘটনার সময় তাদের বাবা নেছার আহমদ বাসার বাইরে ছিলেন। যার ফলে তিনি বেঁচে যান।

গত তিন মাস আগে জসিম উদ্দিন ছুটি নিয়ে দেশে আসেন। বিয়ে করে ফিরেন কর্মস্থলে। তাদের স্বপ্ন ছিলো পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনা, দুই বোনের বিয়ে দেওয়া, নিজেরাও সংসার করবে, মা-বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু সব শেষ হয়ে গেছে। এখন তাদের কি হবে, কে দেখবে, এভাবে বিলাপ করতে করতে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা রৌশন আক্তার।

একই অবস্থায় পরিবারের অন্য স্বজনদেরও। মর্মান্তিক এ দুর্ঘটনায় পাড়া-প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।  

তবে সবকিছুর পর দ্রুত নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাদের পরিবার ও স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।