ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরকলে ঐতিহ্যের জলকেলি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
বরকলে ঐতিহ্যের জলকেলি উৎসব জলকেলি উৎসবে মেতেছে মারমা সম্প্রদায়। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলায় মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) উদ্যোগে ঐতিহ্যবাহী জলকেলি, রশি টানাটানি ও বাশেঁ ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের খেলার মাঠে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জলকেলি উৎসবের উদ্বোধন করেন মাসাস’র বরকল উপজেলা শাখার সভাপতি মংলাচিং মারমা।

এসময় ২নং বরকল সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মাসা মারমা, বরকল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিংহেন রাখাইন, বরকল মারমা কল্যাণ যুব সমিতির সভাপতি কায়গ্রীন মারমা, সাধারণ সম্পাদক রনি মারমা, সমিতির সদস্য মাপ্রু মারমা, নাইসাচিং মারমা, নাংরি রাখাইন, ব্যবসায়ী উজ্জল ত্রিপুরা, প্রুথোয়াই মারমা, মাসাউ মারমা, চাইল্যাতুলি গ্রামের কার্বারী মালাচিং মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উৎসব উপভোগ করেন।

জলকেলি উৎসবে নারী-পুরুষের ১৫টি দল অংশগ্রহণ করে। রশি টানাটানি খেলায় পুরুষের তিনটি দল ও মহিলার দুইটি দলসহ পাঁচটি দল খেলায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad