ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনপুরায় ৪ ভুয়া ডাক্তারের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
মনপুরায় ৪ ভুয়া ডাক্তারের কারাদণ্ড 

ভোলা: ভোলার মনপুরায় চার ভুয়া ডাক্তারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ ভূঞাঁ এ দণ্ড দেন। এরঅাগে দুপুর সাড়ে ১২টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট দাখিল মাদ্রাসায় স্থানীয়দের চিকিৎসা দেওয়ার সময় তাদের আটক করেন ইউএনও।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিমল রঞ্জন দাস, আসাদউল্যাহ, ফজলে রাব্বি, মো. ইকবাল হোসেন। এরা প্রত্যেককে চরফ্যাশন উপজেলার রবিন ফার্মাসিউটিক্যালস (আয়ু) লি. এ কর্মরত।

ইউএনও আবদুল আজিজ ভূঞাঁ বাংলানিউজকে জানান, মনপুরায় ফ্রি-ক্যাম্পিংয়ের নামে চার ভুয়া ডাক্তার রোগীদের কাছ থেকে অর্থ আদায় করে চিকিৎসা দিচ্ছিল। খবর পেয়ে সেখানে গিয়ে তাদের ডাক্তারি সনদ দেখাতে বলা হয়। তারা কোনো ডাক্তারি সনদ দেখাতে না পারায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে একবছর ও অপর দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।