[x]
[x]
ঢাকা, বুধবার, ১১ আশ্বিন ১৪২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮
bangla news

কোটা সংস্কারের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ব্যর্থ হয়েছে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৬ ৮:৫৬:৫৭ এএম
বক্তব্য রাখছেন ড. মো. আব্দুর রাজ্জাক এমপি

বক্তব্য রাখছেন ড. মো. আব্দুর রাজ্জাক এমপি

মধুপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কোটা সংস্কারের নামে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টিতে বিশেষ দলের অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের ১০৮তম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষা ক্ষেত্রে কোনো ধরনের নৈরাজ্য বর্তমান সরকার বরদাস্ত করবে না। সরকারের কঠোর পদক্ষেপের কারণে ইতোমধ্যে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল, বিআরডিবি চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, মো. বেলাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa