[x]
[x]
ঢাকা, শনিবার, ৭ আশ্বিন ১৪২৫, ২২ সেপ্টেম্বর ২০১৮
bangla news

খাগড়াছড়িতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৬ ৮:৩৫:৩৪ এএম
নিহত সূর্যর মরদেহ ঘিড়ে আছেন পুলিশ/ ছবি: বাংলানিউজ

নিহত সূর্যর মরদেহ ঘিড়ে আছেন পুলিশ/ ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়া এলাকায় সূর্য বিকাশ চাকমা (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ এপ্রিল) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সূর্য খাগড়াছড়ি শহরের স্লুইচ গেইট এলাকার মৃত ফনি ভূষণ চাকমার ছেলে। সূর্য গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদরের কমলছড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

নিহতের স্ত্রী রিপনা চাকমা জানান, ‘দুপুর ২টার দিকে তার (সূর্য) সঙ্গে আমার কথা হয়। তিনি দয়াল কুমার চাকমার বাড়িতে দাওয়াতে অংশ নিয়েছিলেন। 

দয়াল চাকমার স্ত্রী নিপু দেওয়ান বলেন, ‘দুপুরে সবাই মিলে খাচ্ছিলাম। এসময় দুটি বিকট শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছি বাজী ফুটছে। পরে ঘর থেকে বের হয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সূর্য মাটিতে পড়ে আছেন।

এদিকে, খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) আলী আহম্মেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মেদ খান বাংলানিউজকে জানান, কে বা কারা এ হত্যাকাণ্ডের  সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এসপি আলী আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa