ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নিকলীতে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
নিকলীতে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সুলতান উদ্দিন (৫২) নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ছাতিরচর এলাকায় নিজ অফিস কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুলতান উদ্দিন (৫২) উপজেলার গুরুই পালপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

তিনি রংধনু নামে একটি মাল্টিপারপাস কোম্পানির মালিক ছিলেন।

স্থানীয়রা জানান, উপজেলার ছাতিরচর এলাকায় কোম্পানির অফিস চালু করে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন সুলতান উদ্দিন। রোববার (১৫ এপ্রিল) রাতে অফিসে ছিলেন তিনি। পরে স্থানীয়রা অফিস কক্ষে তার বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সোমবার (১৬ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে কোম্পানির ব্যবস্থাপক হিজবুল্লাহ পলাতক রয়েছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, কোম্পানির ব্যবস্থাপক হিজবুল্লাহর সঙ্গে কোনো কিছু নিয়ে দ্বন্দ্বের জের ধরে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে হিজবুল্লাহ পলাতক রয়েছেন।

এ ব্যাপারে নিকলী থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।