ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কাজিপুরে বাসচাপায় অধ্যক্ষের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
কাজিপুরে বাসচাপায় অধ্যক্ষের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা এলাকায় বাসচাপায় ইউনুস জামান (৫২) নামের এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে।

নিহত ইউনুস জামান উপজেলার বরইতলী গ্রামের বাসিন্দা। চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

 

সোমবার (১৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কের চালিতাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বাংলানিউজকে জানান, দুপুর বাড়ি যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল দিয়ে কলেজ গেইটে আসলে ঢাকা থেকে সোনামুখীগামী সূচনা-মুজাহিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।