[x]
[x]
ঢাকা, বুধবার, ১১ আশ্বিন ১৪২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮
bangla news

৩ আন্দোলনকারীকে আটক নয়, তথ্যের জন্য নিয়ে যায় পুলিশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৬ ৫:৪০:৪৮ এএম
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

ঢাকা: কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী তিন শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ বলছে, এই তিনজনকে আটক নয়, বিভিন্ন তথ্যের জন্য তাদের আনা হয়েছিল। পরে তারা বাড়ি চলে যান। 

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বাংলানিউজকে এ তথ্য জানান। 

তিনি জানান, তাদের গ্রেফতার করা হয়নি। ছবিতে কয়েকজনকে চেনা যাচ্ছিল না, তারা চেনে কি-না তা দেখতে ওই তিনজনকে নিয়ে আসা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে সাদা মাইক্রোবাসে করে তিন আন্দোলনকারীকে তুলে নেওয়া হয়। 

তারা হলেন- কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর, রাশেদ খান ও ফারুখ হাসান। 

যা মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। 

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমএ/

ক্লিক করুন, আরো পড়ুন :   কোটা সংস্কার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa