[x]
[x]
ঢাকা, রবিবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮
bangla news

কাজিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৬ ৫:২৫:১১ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রাম থেকে ইসহাক খান (৬৬) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান রকি বাংলানিউজকে বলেন, সকালে নিজ ঘরে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ইসহাকের শ্যালিকার ছেলে জহুরুল ইসলাম মল্লিক বাংলানিউজকে জানান, তার খালু ইসহাক নিঃসন্তান ছিলেন। তিনি ও তার স্ত্রী আলেয়া খাতুন বাড়িতে একাই থাকতেন। তার ভাতিজারা তাদের দেখাশোনা করতেন। তবে প্রায় একমাস ধরে তার স্ত্রী আলেয়া খাতুন বগুড়া জেলার ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামে তার ছোট বোন জরিনা খাতুনের বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় সোমবার সকালে তাকে হত্যা করে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
টিএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa