ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওসমানী বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
ওসমানী বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক জব্দ হওয়া বিদেশি মুদ্রা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকার বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন।

বুধবার (১১ এপ্রিল) এফজেট-৫৯৬ ফ্লাইট যোগে দুবাই পাচারের প্রচেষ্টার সময় মুদ্রার চালানটি জব্দ করা হয়।  

এ ঘটনায় জফুর উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

তিনি সিলেটের গোয়াইঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাইল গ্রামের মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে।  

ওসমানী বিমানবন্দর সিভিল এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৫টি খামের মধ্যে থেকে মুদ্রাগুলো জব্দ করা হয়। এসব মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের পাউন্ড, সৌদি রিয়াল ও দুবাইয়ের দিনার। সন্ধ্যা ৬টায় এফজেট-৫৯৬ ফ্লাইট যোগে দুবাইতে এসব মুদ্রা পাচার করা হচ্ছিল।

আটক যাত্রীসহ মুদ্রার চালানটি বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।  

বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের বিবৃতিতে জানানো হয়, জব্দ হওয়া মুদ্রার পরিমাণ বাংলাদেশি টাকায় এক কোটি ৫৩ লাখ ২০ হাজার ৫৯০ টাকা। জব্দ হওয়া মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনইউ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।