ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোটচাঁদপুরে ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
কোটচাঁদপুরে ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘট দোকান বন্ধ করে ব্যবসায়ীদের ধর্মঘট। ছবি বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল থেকে কোটচাঁদপুর শহরে এ ধর্মঘট পালন করা হয়।

ব্যবসায়ীরা বলেন, মঙ্গলবার (১০ এপ্রিল) দিবারাতে শহরের বাসা থেকে আব্দুস সোবহান নামে এক বৈদ্যুতিক সামগ্রী বিক্রেতাকে গ্রেফতার করে কোটচাঁদপুর থানা পুলিশ।

এ ঘটনার প্রতিবাদ জানাতে রাতে মাইকিং করে ধর্মঘটের ডাক দেই আমরা। পরে বুধবার সকাল থেকে উপজেলা শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ধর্মঘট পালন করা হয়।

আব্দুস সোবহানকে মুক্তি না দেওয়া হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেননি। জামায়াত এ কাজ করেছে। তাছাড়া দুপুরের পরে ধর্মঘট তুলে নেওয়া হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, ব্যবসায়ী আব্দুস সোবহান জামায়াতের কর্মী। তার বিরুদ্ধে নাশকতা, উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টিতে অর্থ যোগানের অভিযোগে কোটচাঁদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা আছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।