ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলগাজীতে ভারতীয় শাড়ি-ওষুধসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
ফুলগাজীতে ভারতীয় শাড়ি-ওষুধসহ আটক ৩ জব্দ হওয়া পণ্যসহ আটককৃতরা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাক ও  সিএনজি জব্দ হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) ভোরে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের পেচিবাড়ি সীমান্ত থেকে পণ্যসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন শফিক (৪৮), হক সাহেব (২৬) ইলিয়াস (৪০)।

জব্দ হওয়া পণ্যের মোট মূল্য প্রায় দেড় কোটি টাকা।

ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে চোরাচালানকৃত পণ্য ফেনীতে প্রবেশ করবে, এমন তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ফেনী জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা, জয়লস্করস্থ ৪-বিজিবির পক্ষে মেজর মো. খাজা মঈন উদ্দীন মিয়া টাস্কফোর্স অভিযানে অংশ নেন।

এ সময় চোরাচালানকৃত মালামালসহ একটি পিকআপভ্যান  ধাওয়া করে টাস্কফোর্স টিম। একপর্যায়ে কাজীরবাগের আলী আজম ব্রিক ফিল্ডের পাশে পিকআপভ্যান ও সিএনজি আটক করে টাস্কফোর্স টিম। পরে ওই গাড়িগুলোতে তল্লাশি চালিয়ে প্রায় ৮শ’ ৩১ পিস ভারতীয় শাড়ি ও আমদানি নিষিদ্ধ প্যারাকটিন এক লাখ ৯০ হাজার পিস  ও  ডেক্সিন ট্যাবলেট এক লাখ ৯০ হাজার পিস  এবং  এন্টি ইনফ্ল্যামেটরি ট্যাবলেট ডিকলো-এম এক লাখ ৫১ হাজার ২শ পিস  ওষুধ জব্দ করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় চোরাচালানের মূলহোতা ছিলেন গুদাম কোয়ার্টারের বাবু নামে এক ব্যক্তি।

আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতে বিজিবিকে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. টিপু সুলতান,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।