ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
দিনাজপুরে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে আটক ২ আটক দুই প্রতারক

দিনাজপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির নামে প্রতারণার অভিযোগে সোহেল রানা (২৩) ও মো. সাগর ইসলাম (১৯) নামে দুই প্রতারককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

আটক সোহেল রানা জেলার বোচাগঞ্জ উপজেলার নেহালগাঁও গ্রামের শরিফ উদ্দিনের ছেলে ও সাগর ঠাকুরগাঁও জেলা শহরের গোয়ালপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।  

বুধবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ