ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফারুক (৩৫) নামে এক চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ এপ্রিল) সকালে পুলিশ উপজেলার বড়হিত ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

দুপুরে মরদেহের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমকে) হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় অটোরিকশা নিয়ে অবস্থান করছিলেন চালক ফারুক। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফিরেনি।

পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্যই দুর্বৃত্তরা ফারুকের মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এ ঘটনায় দুপুরে নিহতের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময় ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।