ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পার্বতীপুরে পাথরচাপায় শ্রমিক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
পার্বতীপুরে পাথরচাপায় শ্রমিক নিহত

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ায় কঠিন শিলা খনিতে পাথরচাপা পড়ে মোস্তফা কামাল (৩৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের জহুরুল হকের ছেলে।

তিনি ২০১৪ সাল থেকে মধ্যপাড়া খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার জিটিসি’র অধীনে মেকানিক্যাল হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, মধ্যপাড়া কঠিন শিলা খনির ভূগর্ভে ৯নং স্টোপে (পাথর উৎপাদন ইউনিট) কাজ করার সময় বড় একটি পাথর ভেঙে মোস্তফার মাথায় পড়ে এবং তিনি পাথরটির নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ওপরে নিয়ে আসে এবং তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ার হোসেন শাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।