ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারীদের নিয়ে বসছেন কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
প্রধানমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারীদের নিয়ে বসছেন কাদের

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কোটা সংস্কারের আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত আছেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দিয়েছেন। 

সোমবার (০৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

নানক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনকারীদের আমি আলোচনার প্রস্তাব দিয়েছিলাম।

প্রস্তাব দেওয়ার পর কিছু দুষ্কৃতিকারী বিশ্ববিদ্যালয়েরর ভিসির বাসভবনে হামলা করে। যা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। তারপরও আলোচনার জন্য প্রস্তাব দিয়েছিলাম।  

‘আশা করেছিলাম আলোচনার পূর্বে আন্দোলনকারীরা তাদের ক্যাম্পাসে ও হলে ফিরে যাবে। কিন্তু সেই আলোচনায় বারবার বলার পরেও তারা আলোচনায় আসে নাই। ’

তিনি বলেন, আমরা তাদের দু’টি প্রস্তাব দিয়েছিলাম। সেটি হলেও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিকক কার্যালয় কিংবা আমাদের দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠক করতে বলেছিলাম। আমরা সকাল থেকে এখানে বসে আছি তাদের কোনো সাড়া পায় নাই।  

তিনি বলেন, কোটা পদ্ধতি সংস্কার করতে হলে সরকার ছাড়া বিকল্প কোনো পথ নাই। আলোচনায় সরকারের সঙ্গেই বসতে হবে। আলোচনা করে আশু সমাধান হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি আসবে।  

নানক বলেন, কোটা পদ্ধতি চলমান প্রক্রিয়া, চিরস্থায়ী বন্দোবস্ত নয়। বিভিন্ন কোটা যখন পরিপূর্ণ হয় না, তখন তো সাধারণ থেকেই নেওয়া হয়। এক পদ্ধতিতে সবাইকে দুইটি স্টেজ পার করে আসতে হবে। মেধা পরীক্ষায় সবার জন্য সমান হয়, খাতায় কোটাপদ্ধতি লিখা থাকে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো শিক্ষার্থী ভিসির বাড়িতে হামলা চালাতে পারে না। মুখোশধারী এরা কারা, হেলমেটধারী এরা? গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। এরা কারা বের হয়ে আসবে।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুন​
** ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছেন ২০ শিক্ষার্থী 
** ঢাবির টিএসসি ঘিরে চার রাস্তাই বন্ধ, উত্তপ্ত পরিস্থিতি
** আন্দোলনে বন্ধ ঢাবির কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা
** দাবি না মানলে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট
** কোটা সংস্কার দাবি আন্দোলন রাবি-চবি-ইবি-শাবি-কুবি-ববিতেও
** জাবিতে শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা-আরিচা মহাসড়ক
** কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ঢাবি শিক্ষার্থীদের
** হত্যার উদ্দেশ্যে ‘প্রশিক্ষিত গোষ্ঠীর’ হামলা: ঢাবি ভিসি
** ঢাবি-শাহবাগে স্বাভাবিক যান চলাচল
** টিএসসি থেকে দোয়েলচত্বরে আন্দোলনকারীরা, টিয়ারশেল নিক্ষেপ
** হামলাকারীরা ছাত্র হতে পারে না, বহিরাগত: ঢাবি ভিসি
** আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান
** স্লোগান মুখর শাহবাগ-টিএসসি, পুলিশের টিয়ারশেল
** শাহবাগে থেমে থেমে সংঘর্ষ, টিয়ারশেল-রাবার বুলেটে আহত ৩০
** সব বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
** শাহবাগে কাঁদানে গ্যাস: প্রতিবাদে মহাসড়ক অবরোধ খুলনায়
** কোটা সংস্কার দাবি: আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস
** সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কোটা সংস্কারের আন্দোলন
** আন্দোলনকারীদের ফুল উপেক্ষা করে সরিয়ে দিচ্ছে পুলিশ
** কোটা পদ্ধতির সংস্কার চেয়ে শাহবাগে অবরোধ
** কোটা পদ্ধতির সংস্কার চেয়ে শিক্ষার্থীদের গণপদযাত্রা

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এমইউএম/এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।