ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে মহাসড়ক অবরোধের চেষ্টা শিক্ষার্থীদের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
ময়মনসিংহে মহাসড়ক অবরোধের চেষ্টা শিক্ষার্থীদের  ...

ময়মনসিংহ: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর বাইপাস গোল চত্বর এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে সরিয়ে দিয়েছে। 

সোমবার (০৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয়।

প্রায় আধ ঘণ্টা তারা সেখানে অবস্থান নেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ধাওয়া করে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের উপস্থিতির খবর পেয়েই আমরা সেখানে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ হয়নি। জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।