ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
নারায়ণগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শিমরাইলে মীম আক্তার (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী রেজাউল করিমকে (২৭) আটক করেছে পুলিশ।

সোমবার (০৯ এপ্রিল) সকাল ১০টায় পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মীম সুনামগঞ্জের হলুদিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মীমের স্বামী রেজাউল পেশায় পিকআপভ্যান চালক। রোববার (৮ এপ্রিল) দিনগত রাতের কোনো এক সময়ে মীমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় রেজাউল। পরে পুলিশ তাকে আটক করে। রেজাউল জামালপুরের জামালউদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সরফুদ্দিন বাংলানিউজকে জানান, স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন রেজাউল। তবে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে রেজাউলকে আটক করেছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।