ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে কাভার্ডভ্যান-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
ধামরাইয়ে কাভার্ডভ্যান-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত দুর্ঘটনা কবলিত ট্রাক ও ভ্যান

ঢাকা: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় কাভার্ডভ্যান ও মাটির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী।

সোমবার (০৯ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজটসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ধামরাই থানার উপ-পরির্দশক (এসআই) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, মহাসড়কের কেলিয়া এলাকায় যশোরগামী একটি কাভার্ডভ্যান ও ধামরাইগামী একটি মাটির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এসময় উভয় গাড়ির চার যাত্রী গুরুতর আহত হন।  

আহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক নাঈম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।