ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইনজীবী রথীশের ব্যক্তিগত গাড়িচালক কারাগারে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
আইনজীবী রথীশের ব্যক্তিগত গাড়িচালক কারাগারে 

রংপুর: আইনজীবী রথীশ চন্দ্র বাবু সোনা খুনের ঘটনায় তার ব্যক্তিগত গাড়িচালক ও সহকারী মিলন মোহন্তকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে তিনি এ আদেশ দেন। এ নিয়ে রথীশ চন্দ্র খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার দেখালো পুলিশ।

 

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বিকেলে আদালতে নেওয়া হয় মিলন মোহন্তকে। হত্যাকাণ্ডে জড়িত স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ও তার প্রেমিক কামরুল ইসলাম জাফরি এবং তাদের দুই ছাত্রকে আদালতে হাজিরা নিয়ে ধোঁয়াশা রয়েছে।  

এ নিয়ে রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বলেন, মিলনসহ পাঁচজনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে মিলন মোহন্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।