ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু পাটুরিয়া ফেরি ঘাট

মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এক ঘণ্টা  ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বিকেল সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বাংলানিউজকে ফেরি চলাচল শুরুর খবর নিশ্চিত করেন।  

তিনি জানান, বিকেলে নদী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।  

এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।