ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের দেখতে যাবেন ওআইসির পররাষ্ট্র মন্ত্রীরা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
রোহিঙ্গাদের দেখতে যাবেন ওআইসির পররাষ্ট্র মন্ত্রীরা  বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের ব্রিফ করছেন পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক অবস্থা দেখতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ৪৫ তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে আগতদের নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়া হবে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই সম্মেলনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক কূটনীতিক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা জানান।

ব্রিফিংয়ে বাংলাদেশে নিয়োজিত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা উপস্থিত ছিলেন।

আগামী ৫ ও ৬ মে ওআইসি ৪৫ তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে।  

ব্রিফিং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন>>
** 
রোহিঙ্গা ফেরানোয় বাস্তব অগ্রগতি নেই

পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, রোহিঙ্গাদের সসম্মানে নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠাতে বাংলাদেশ বদ্ধপরিকর। সে অনুযায়ী কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।  

‘সম্মেলনে আগত বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে কক্সবাজারে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের সার্বিক অবস্থা দেখতে পরিদর্শনে যাওয়া হবে। ’ 

বৈঠক সূত্র জানায়, অনুষ্ঠেয় সম্মেলনে রোহিঙ্গা সংকট, মুসলিম দেশগুলোর নানা চ্যালেঞ্জ, বিভাজন, অস্থিরতা ও দ্বন্দ্ব এবং তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ হবে অংশগ্রহণকারীদের মুখ্য আলোচ্য বিষয়।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
কেজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad