ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন মিয়ানমারের মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন মিয়ানমারের মন্ত্রী ফাইল ছবি

ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে। আগামী ১১ এপ্রিল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী তিনি। 

মস্কো সফররত পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মাহমুদ আলী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সোমবার (২ এপ্রিল) দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা সংকট শুরুর পর মিয়ানমারের অনেক মন্ত্রী বাংলাদেশে এসেছেন।

কিন্তু এই প্রথম দেশটির কোনো মন্ত্রী ক্যাম্প পরিদর্শনে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।

রোহিঙ্গা সংকট প্রশ্নে বাংলাদেশের দ্বিপক্ষীয় উদ্যোগের বিস্তারিত ব্যাখ্যা করেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার সকালে একটি সেমিনারে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রথমবারের মতো সরজমিনে দেখতে মিয়ানমারের একজন মন্ত্রী এ মাসে ঢাকায় আসছেন। সম্প্রতি দুই দেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত যৌথ কমিটি জিরো লাইন পরিদর্শন করেছে। আমরা একটি মেকানিজম তৈরি করছি যাতে করে  রোহিঙ্গারা নির্বিঘ্নে নিজ দেশে ফেরত যেতে পারেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad