ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

আদিতমারীতে বাইসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, এপ্রিল ২, ২০১৮
আদিতমারীতে বাইসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাইসাইকেল দুর্ঘটনায় আহত পলাশ চন্দ্র (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বটতলা মোড়ে দুর্ঘটনায় আহত হয় সে।

নিহত পলাশ চন্দ্র এ ইউনিয়নের বড় কমলাবাড়ি উত্তরপাড়ার খোকা রামের ছেলে। সে কুমড়ীরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, রোববার রাতে বাড়ি থেকে বাইসাইকেলে করে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল পলাশ। পথে বটতলা এলাকায় তার সাইকেলের সঙ্গে প্রতিবেশী ফারুক মিয়ার সাইকেলের সংঘর্ষ হলে পলাশ গুরুতর আহত হয়। এ অবস্থায় পলাশকে  উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় পলাশ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।