ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রশ্নের উত্তর বলে দেওয়ায় শিক্ষককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
প্রশ্নের উত্তর বলে দেওয়ায় শিক্ষককে জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পরীক্ষার্থীদের নৈব্যক্তিক প্রশ্নের উত্তর বলে দেওয়ায় ফারুক হোসেন নামে এক কলেজ শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হাওলাদার এ জরিমানা করেন।  

ফারুক হোসেন ভান্ডারিয়া উপজেলার আতরখালী মানিক মিয়া মহাবিদ্যালয়ের শিক্ষক।

সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হাওলাদার জানান, এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ফারুক হোসেন সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রের একটি কক্ষের পরিদর্শক ছিলেন। তিনি পরীক্ষার্থীদের নৈব্যক্তিক প্রশ্নের উত্তর বলে দেওয়ার সময় ভ্রাম্যমাণ পরিদর্শক দলের হাতে ধরা পড়েন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।