ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
না.গঞ্জে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (০২ এপ্রিল) বিকেলে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

আল আমিন ফতুল্লার কোতালেরবাগ এলাকার মৃত আছিল্লা সর্দারের ছেলে।

নিহত রিমা পাবনা জেলা সদরের পশ্চিম সাধুপাড়া গ্রামের রুতাব শেখের মেয়ে।  তিন বছর প্রেমের সম্পর্কের পর রিমা বখাটে আল আমিনকে বিয়ে করেন।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ বিকেলে ফতুল্লার কোতালেরবাগের নিজ বাড়িতে স্ত্রী রিমাকে হত্যা করে মরদেহের পাশে দেড় বছরের শিশু সন্তান নাহিদকে রেখে পালিয়ে যায় আল আমিন। এ ঘটনার ৩দিন পর শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন শিশুটি তার মৃত মায়ের আঙ্গুল চুষছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং শিশুটিকে তার চাচী মাহিনুরের কাছে হস্তান্তর করে। শুক্রবার (৩০ মার্চ) রাতে রিমার মা জোসনা বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে।  

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনকে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।  

রিমার মা জোসনা বেগমের অভিযোগ, স্বামী, শাশুড়ি ও ননদ মিলে রিমাকে হত্যা করেছে।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।