ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪২ খণ্ডে প্রকাশ পেলো ২১৫ বছরের প্রণীত আইন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
৪২ খণ্ডে প্রকাশ পেলো ২১৫ বছরের প্রণীত আইন  মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ১৭৯৯ সাল থেকে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত প্রণয়ন হওয়া সব আইন সংকলন করে তা ৪২ খণ্ডে প্রকাশ করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০২ এপ্রিল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এ সংকলন প্রকাশ করা হয়েছে।  

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন।
 
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, বাংলাদেশ ল’স ডিভিশন অ্যান্ড ডিক্লারেশন অ্যাক্ট ১৯৮৩ এর ৬ ধারা অনুযায়ী দেশের প্রচলিত সব আইনের কালক্রমিক ও ধারাবাহিকভাবে হালনাগাদের বিধান আছে। এ বিধানের আলোকে ১৭৯৯ সাল থেকে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত যে আইনগুলো প্রণীত হয়েছে। ৪২ খণ্ডে তা প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ এটি প্রকাশ করেছে।
 
এর আগে, ১৯৩৭ সালে থেকে ১৯৮০ পর্যন্ত আইনগুলো ১২টি খণ্ডে প্রকাশিত হয়েছিল বলেও জানান সচিব জিয়াউল আলম।

** সিলেটে হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়
 
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।