ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুকুরের আক্রমণের প্রতিশোধ নিতে মালিককে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
কুকুরের আক্রমণের প্রতিশোধ নিতে মালিককে মারধর আহত শিক্ষক

লালমনিরহাট: পোষা কুকুরের আক্রমণের প্রতিশোধ নিতে অমলেন্দু বর্মন রতন (৬২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

সোমবার (২ এপ্রিল) দুপুরে আহত স্কুল শিক্ষককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষক অমলেন্দু বর্মন রতন লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের বাসিন্দা।

তিনি মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক ছিলেন।

এলাকাবাসী জানান, স্কুল শিক্ষক অমলেন্দু বর্মনের বাড়ির একটি পোষা কুকুর সোমবার সকালে প্রতিবেশী আব্দুল মান্নানকে আক্রমণ করে। বিষয়টি জানতে পেয়ে মান্নানের ছেলে ফরহাদ হোসেন (২৫) ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে কুকুরের মালিক অমলেন্দু বর্মনকে মারধর করে। এতে ওই শিক্ষকের পা ভেঙে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

আহত শিক্ষক অমলেন্দু বর্মন বাংলানিউজকে বলেন, আমি মাঠে কাজে ব্যস্ত ছিলাম। এসময় কিছু বুঝে ওঠার আগেই ফরহাদ এসে লাঠি দিয়ে মারধর শুরু করে। কিছুটা সুস্থ হলে আইনের আশ্রয় নিব।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তানিয়া তাসনিম মুনমুন বাংলানিউজকে জানান, ওই শিক্ষকের পায়ের হাঁড়ে চিঁড় ধরেছে। চিকিৎসা চলছে সুস্থ হতে কিছু দিন সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।