ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গার্মেন্ট শ্রমিক নেতা মন্টু ঘোষের জামিন, সাতজন কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
গার্মেন্ট শ্রমিক নেতা মন্টু ঘোষের জামিন, সাতজন কারাগারে

ঢাকা: নাশকতার অভিযোগে বিজিএমইএ’র দায়ের করা মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদারসহ ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে সংগঠনটির সভাপতি মন্টু ঘোষকে জামিন দেওয়া হয়েছে।

তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগের মামলায় রোববার (১ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শ্রমিক নেতারা।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান সংগঠনটির সভাপতি মন্টু ঘোষকে জামিন দেন।

সাধারণ সম্পাদক জলি তালুকদারসহ ৭ জনের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অপর ৬ আসামিরা হলেন, টিইউসির সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুর রহমান শামীম, টিইউসির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাভার আশুলিয়া শাখার সভাপতি লুৎফর রহমান এবং টিইউসির কেন্দ্রীয় সদস্য মো. শাহজাহান।

আসামিপক্ষের আইনজীবী এম এ তাহের বলেন, মামলার পর গত ৪ ফেব্রুয়ারি আসামিরা হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তারা রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু আদালত একজনের জামিন মঞ্জুর করলেও অপর ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ৩১ জানুয়ারি বিজিএমইএর কর্মকর্তা-কর্মাচারীদের হত্যার চেষ্টার অভিযোগে বিজিএমইএর অতিরিক্ত সচিব (প্রশাসন) মেজর (অব.) রফিকুল ইসলাম রমনা থানায় এ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রি ০১, ২০১৮ 
এমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad