ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজাপুরে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
রাজাপুরে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে টমটম উল্টে ইয়াসিন হাওলাদার(১৪) নামে এক কিশোর মারা গেছে।

এ ঘটনায় টমটমে থাকা অপর আরোহী ইমাম হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রোববার (১ এপ্রিল) দুপুরে উপজেলার পিংড়ি স্কুল সংলগ্ন পিংড়ি-কেওতা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন উপজেলার বিঘড়া গ্রামের দিনমজুর ইনসাব আলী হাওলদারের ছেলে এবং আউখিরা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পড়ালেখার পাশাপাশি টমটম চালাতো ইয়াছিন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বাংলানিউজকে জানান, মুরগি নিয়ে কেওতা মাদ্রাসা এলাকায় যাচ্ছিল ইয়াসিন। পথে পিংড়ি স্কুল এলাকায় এলে টমটমের পেছনের একটি চাকা খুলে যায়। এতে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে গেলে চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরোহী ইমাম হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad