ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক-জঙ্গীবাদ প্রতিরোধে মধুপুরে সমাবেশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
মাদক-জঙ্গীবাদ প্রতিরোধে মধুপুরে সমাবেশ সমাবেশ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মধুপুর থানা ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মধুপুর থানার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন সম্প্রতি টাঙ্গাইলে যোগদান করা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

সমাবেশে বক্তারা এলাকার মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, পৌর মেয়র মাসুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (মধুপুর সার্কেল) কামরান হোসেন, অধ্যক্ষ বজলুর রশিদ খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, শিক্ষক নেতা ইয়াকুব আলী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আজিজ, সাংবাদিক এমএ রউফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।