ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীর ৬টি আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
পটুয়াখালীর ৬টি আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী ...

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া ও দুমকি উপজেলায় ৭ টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে কলাপাড়ার ৫টি ইউনিয়নের মধ্যে ৪ টিতেই আওয়ামী লীগ মনোনীত ৪ জন, এবং স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) ১ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।

অপরদিকে দুমকি উপজেলার ২ টি ইউনিয়নের মধ্যে ২ টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বেসরকারীভাবে নির্বাচিত হওয়ার ফলাফল অনুযায়ী, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন ৫ হাজার ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মাহাবুবুল আলম ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৭ ভোট।

ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে ৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মোঃ টিনু মৃধা আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পেয়েছন ১ হাজার ৬৫০ ভোট।

বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এইচএম হুমায়ুন কবির ৮ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী নুরুল ইসলাম সরদার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৮১ ভোট।

চম্পাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রিন্টু তালুকদার ৩ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ শওখতুর রহমান শামীম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।

ডালবুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সালাম শিকদার ৩ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মোঃ আবদুল মালেক ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৭১ ভোট।

অপরদিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আমিনুল ইসলাম ছালাম ৪ হাজার ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী হোসাইন আহমাদ কবির জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪১৭ ভোট।

একই উপজেলার লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহআলম আকন ৪ হাজার ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ফলাফলের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশিদ ও দুমকি উপজেলা নির্বচান অফিসার মোঃ আরিফুর রহমান।

বাংলাদেশ সময় : ০২৫০ ঘন্টা, মার্চ ২৯, ২০১৮
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।