bangla news

জাল ভোট দিতে গিয়ে আটক ৫ কিশোরের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-২৯ ১:১৯:০৭ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক পাঁচ কিশোরকে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় সংক্ষিপ্ত বিচারিক আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আব্দুল্লাহ্ আল হাবীব তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- আরাফাত ওরফে বাবু, আরমান মিয়া, লিমন মিয়া, নুরুল হক ও সোহেল রানা।

জানা গেছে, বয়স বিবেচনা ও অতীতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে মুক্তি দেন আদালত।

এর আগে দুইটি কেন্দ্রে অন্যের ভোট দিতে এসে ভোট কক্ষের দায়িত্বশীল ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয় তারা।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
টিএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-03-29 13:19:07