ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সন্তানদের জানাতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সন্তানদের জানাতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চালিয়ে ছিল। জনতার চাপে তারা ব্যর্থ হয়েছে। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের শাসিত থেকে শাসক বানিছেন।

স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতাকে মানতে না পেয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে।

কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ।

এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল হক, স্কটল্যান্ড সিটির সাবেক ডেপুটি লড প্রভোস্ট ও অত্র কলেজের স্বেবচ্ছাসেবী প্রশিক্ষক আইরিন গ্রাহাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাহির তাহু ও কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হক শহীদ প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন এবং তিনতলা বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা মুত্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। এছাড়া তিনি ক্যান্সার আক্রান্ত চারজন রোগীর চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।