ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদিতে হুথির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাংলাদেশের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
সৌদিতে হুথির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাংলাদেশের উদ্বেগ

সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। 

দেশটির রাজধানী রিয়াদ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় সৌদি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানিয়েছে।

হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও প্রগতিতে বাধা দেয়। যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশ বিশ্বাস করে যে, যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা বা নিরাপত্তাজনিত হুমকি প্রতিরোধ, মোকাবিলা করার অধিকার সৌদি আরবের আছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির দিন রোববার (২৫ মার্চ) ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে মিসরের এক নাগরিক নিহত হন। হামলায় আহত হন দুইজন। হুথি বিদ্রোহীদের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।