ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রেঞ্জ শ্রেষ্ঠ হলেন বরিশালের এসপি সাইফুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
রেঞ্জ শ্রেষ্ঠ হলেন বরিশালের এসপি সাইফুল বরিশাল রোঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাইফুল ইসলাম

বরিশাল: বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করে বিট পুলিশিং, কমিউনিটি পু্লিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করার জন্য মো. সাইফুল ইসলামকে বরিশাল রোঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) বরিশাল নগরের কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এছাড়া রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন পটুয়াখালী জেলার বাউফল থানার মো. মনিরুল ইসলাম ও শ্রেষ্ঠ ডিবি অফিসার হয়েছেন ঝালকাঠি জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নি.) মো. কামরুজ্জামান মিয়া।

অপরদিকে রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার এসআই (নি.) মো. আবু সাঈদ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হয়েছন পটুয়াখালী জেলার মহিপুর থানার এসআই (নি.) মো. হাফিজুর রহমান, শ্রেষ্ঠ বিট অফিসার হয়েছেন ঝালকাঠি জেলার নলছিটি থানার ৫ নম্বর বিটের এসআই (নি.) মো. মিজানুর রহমান।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম উত্তম কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচত হওয়া অফিসাদের পুরস্কৃত করেন।

অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন- বরিশালের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রাং, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ রেঞ্জের ৬ জেলার পুলিশ সুপাররা।

বাংলা‌দেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।