ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডোবার পানিতে ডুবে মেহেদী হাসান (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শরিষাহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী শরিষাহাট গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে এবং ওই গ্রামের ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র।


 
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিন আলী পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ি সংলগ্ন ডোবায় মগ নিয়ে গোসল করতে যায় মেহেদী। এ সময় অসাবধানতাবসত ডোবার পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুজির পর পরিবারের সদস্যরা ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।