ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সহপাঠী হত্যার প্রতিবাদে কাফনের কাপড় গায়ে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
সহপাঠী হত্যার প্রতিবাদে কাফনের কাপড় গায়ে বিক্ষোভ কাফনের কাপড় গায়ে রাস্তায় শিক্ষার্থীদের বিক্ষোভ/ছবি: বাংলানিউজ

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহিদ আল সালামকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবিতে মাথায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর ১২ টা থেকে নগরের চৌহাট্রায় সড়ক অবরোধ করে মাথায় কাপনের কাপড় বেধে ও লিফলেট হাতে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ করছে শাবিপ্রবি শিক্ষার্থীরা।

এরআগে ২৫ মার্চ রাতে শাবিপ্রবির শিক্ষার্থী মাহিদ আল সালাম ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে সিলেটের দক্ষিণ সুরমায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন।

তাই মাহিদ হত্যার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় পরে চৌহাট্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে হত্যাকারীদের বিচার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।