ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
শৈলকুপায় মাদক বিক্রেতার কারাদণ্ড শৈলকুপায় মাদক বিক্রেতার কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিখিল সরকার সন্ডা (৪০) নামে এক মাদক বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ মার্চ) সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি দণ্ড দেন। সন্ডা শৈলকুপা শহরের ভান্ডাড়ী পাড়ার মৃত নির্মল সরকারের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সন্ডার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সন্ডার বাড়িতে পাঁচশ’ গ্রাম গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়। পরে সন্ডাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাহী আব্দুল আজিজ খান, সাইদুল হক ও জি এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।