ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরের বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ডসহ পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

মাদারীপুর: ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের সময় মাদারীপুরের শিবচরে সহকারি কমিশনার (ভূমি) ও পুলিশের ওপর হামলা চালিয়েছে বালু উত্তোলনকারীরা।

বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ড্রেজার মালিক পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে।



এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখসহ ৪ সদস্যের পুলিশের একটি দল উপজেলার কুতুবপুর ইউনিয়নের বালুমহালে অভিযানের সময় ড্রেজারের মালিক কামরুল হোসেন ও তার ছেলে মাহমুদুল হোসেন পুলিশ ও কমিশনারের ওপর হামলা চালায়।

শিবচর থানার অফিসার ইন চার্জ মো. আবদুল জলিল জানান, ‘ঘটনাস্থল থেকে ড্রেজার মালিক কামরুল হোসেন (৫০) ও তার ছেলে মাহমুদুল হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। ’

এসআই মুরাদ আলী শেখ বলেন, ‘ড্রেজার খুলে নেওয়ার নির্দেশের পর ওরা হঠ্যাৎ আমাদের দিকে তেড়ে আসে। স্যারসহ সবাই আক্রান্ত হয়েছি। ’

সহকারি কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘ড্রেজারের মালিকসহ সবাই অশালীন আচরণ করেছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ’
 
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

অভিযুক্ত কামরুল হোসেন কোনো ধরনের বৈধ কাগজ না থাকার কথা স্বীকার করে বলেন, ‘ড্রেজার খুলে নেওয়ার কথা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কোনো হামলা চালাইনি। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।