ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজিবপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
রাজিবপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

কুড়িগ্রাম: বিএসএফ সদস্যে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ ঢুকে কৃষকের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ মার্চ) সকালে রাজিবপুর উপজেলার বালিয়ামারী বর্ডার হাটে ভারত-বাংলাদেশ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ধস্তাধস্তির সময় বিএসএফ সদস্যের ফেলে যাওয়া পোষাক বৈঠকের মাধ্যেমে ফেরত দেওয়া হয়েছে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি জামালপুরস্থ ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। অপর দিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৫৭ বিএসএফ’র কমান্ডিং অফিসার বিশাল রানে।  

শুক্রবার (২৩ মার্চ) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে বিএসএফ সদস্যে অবৈধ অনুপ্রবেশ করে স্থানীয় কৃষকের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বাকবিতণ্ড ও ধস্তাধস্তির এক পর্যায়ে এক বিএসএফ সদস্য তার পোষাক খুলে ফেলে ভারতে সিমান্তে ঢুকে যায়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।