ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় ইলিশ ধরার দায়ে ২৬ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
মেঘনায় ইলিশ ধরার দায়ে ২৬ জেলের জরিমানা মেঘনায় ইলিশ ধরার দায়ে ২৬ জেলের জরিমানা

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরার অপরাধে ২৬ জেলেকে আটকের পর জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৩ জনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে। সেই সঙ্গে ওই অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশও জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বাংলানিউজকে জানান,  ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে যাতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য একটি টিম মেঘনায় অভিযানে নামে। এ সময় ইলিশ ধরার অপরাধে তুলাতলী ও ইলিশ পয়েন্ট থেকে ৬টি জেলে নৌকাসহ ২৬ জেলেকে আটক করা হয়।  

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, আর জব্দকৃত ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।  

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ইলিশ শিকারে নিশেধাজ্ঞা জারি করে স্থানীয় মৎস্য বিভাগ।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এসআই/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad