ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুর পৌরসভায় মহিলা পাম্প অপারেটরের রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

মাদারীপুর: পৌরসভার গোলবাড়ি পাম্প হাউজের পাম্প অপারেটরের মর্জিনা বেগমের (৩৫) রহস্যজনক মৃত্যু ঘটেছে।

মাদারীপুর থানা পুলিশ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পাম্প হাউজের দরজা ভেঙ্গে ভিতরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত মর্জিনা বেগমের উদ্ধার করে।



মর্জিনা সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসী গ্রামের মৃত দুলাল মাতুব্বরের স্ত্রী।

বড় বোন জিন্নাতুন বেগম জানান, মালয়েশিয়া প্রবাসী ছেলে মিজানুর হাওলাদারের পাঠানো ৫০ হাজার টাকার জন্যই কে বা কারা তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে বলে তারা ধারণা করছেন।

মাদারীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ূম আলী সরদার বলেন, ‘বিষয়টি রহস্যজনক, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। ’

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।