ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাইলট আবিদের স্ত্রীর অবস্থা অপরিবর্তিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
পাইলট আবিদের স্ত্রীর অবস্থা অপরিবর্তিত বামের ছবিতে আবিদ সুলতান। ডানের ছবিতে এক আত্মীয়ের সঙ্গে তার স্ত্রী আফসানা খানম (ডানে)। ফাইল ছবি

ঢাকা: নেপালের কাঠমুন্ডুতে ইউএস-বাংলার ফ্লাইট২১১ বিধ্বস্তে নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের শারীরিক অবস্থার কোনো উন্নতী হয়নি। তার অবস্থা এখনও আগের মতো সংকটাপন্ন।

সোমবার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চিকিৎসক ডা. রাফি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ডা. রাফি বলেন, আফসানা বেঁচে আছেন, তবে অবস্থা আগের মতোই।

এ বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।  

আরও পড়ুন:

** আবিদ-আফসানা দম্পতির সন্তানকে নিয়ে স্বজনরা চিন্তিত

মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১১টায় বড় স্যাররা (সিনিয়র চিকিৎসকরা) এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএসি/এসআই

**
লাইফ সাপোর্টে পাইলট আবিদের স্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।