ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাট মেম্বার সমিতির আলোচনা সভা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
চুনারুঘাট মেম্বার সমিতির আলোচনা সভা  সভায় উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা মেম্বার সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মার্চ) দুপুরে মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এ সভা হয়। 

চুনারুঘাট মেম্বার সমিতির সাধারণ সম্পাদক ও ইউনিয়র পরিষদ (ইউপি) সদস্য দুলাল ভূঁইয়ার সঞ্চালনায় ও এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপিত ও ইউপি সদস্য মো. আ. মালেক।  

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ চুনারুঘাট উন্নয়ন ফোরামের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক মো. শফিকুল ইসলাম (লুতু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ চুনারুঘাট উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. ইবনে জামান (শামসু), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মাস্টার, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আহমেদ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, মেম্বার সমিতির সাংগঠনিক সম্পাদক মো. চান্দ আলী, ১নং গাজীপুর ইউপি সদস্য মো. কাজল মিয়া, ৩নং দেওরগাছ ইউপি সদস্য মো. রজব আলী, ৪নং পাইকপাড়া ইউপি সদস্য মো. মাহফুজ চৌধুরী, ৮নং সাটিয়াজুড়ী ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, ৯নং রাণীগাঁও ইউপি সদস্য মো. মিজানুর রহমান, ১০ নং মিরাশী ইউপি সদস্য মানিক মিয়া ও ১নং গাজীপুর ইউনিয়নের মহিলা সদস্য মিনারা খাতুন প্রমুখ।

সভায় ব্যবসায়ী আবুল হোসেন আকল মিয়ার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি সাংবাদিক মো. সফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র নির্বাচন করার উদ্দেশ্যে নয়, জন্মস্থানের ঋণ শোধ করতে চুনারুঘাটের উন্নয়নে বারবার ছুটে আসি। যতদিন বেঁচে থাকবো উন্নয়নে কাজ করে যাবো।  

তিনি আরও বলেন, বিগত ২৫ বছর যাবত চুনারুঘাটের উন্নয়নবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করছি। এ ধারা আজও অব্যাহত আছে, মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকবে।  

এ সময় মেম্বার সমিতির ভবন নির্মাণের জন্য এক লাখ এক টাকা দেওয়ার  ঘোষণা দেন তিনি।  

সভায় চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যাকাণ্ডের সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে বিচার দাবি জানান বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।