ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেদ্দায় ওআইসি কর্মকর্তাদের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
জেদ্দায় ওআইসি কর্মকর্তাদের বৈঠক

ঢাকা: মুসলিম দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পারস্পরিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনভুক্ত (ওআইসি) দেশের উর্ধ্বতন কর্মকর্তারা। 

সোমবার (১৯ মার্চ) জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।  

এতে বলা হয়, গত ১৮ মার্চ জেদ্দায় তিনদিনের এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকের সুপারিশগুলো পরবর্তীতে বাংলাদেশে অনুষ্ঠেয় আগামী ৫ও ৬ মে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম অধিবেশনে বিবেচনার জন্য উত্থাপন করা হবে।  

বৈঠকে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বি-পক্ষীয় ও কনস্যুলার সচিব কামরুল আহসান ও মহাপরিচালক গাউসুল আজম সরকার সৌদি আরবে রয়েছেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বৈঠকে আরও যোগ দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও দূতাবাসের উপ-মিশন প্রধান ড. এমডি নজরুল ইসলাম।

বক্তব্যে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক মুসলিম বিশ্বের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ইসলামিক মূল্যবোধের ওপর জোর দেন। আশা প্রকাশ করে তিনি বলেন, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ বিষয়ের থিম অনুসরণ করে প্রয়োজনীয় লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো আমরা; যা বর্তমান পরিস্থিতিতে খুবই প্রাসঙ্গিক।  

এর আগে গত ১৩-১৫ মার্চ ওআইসির ইসলামিক কমিশন ফর ইকনমিক, কালচারাল অ্যান্ড সোসাল অ্যাফেয়ার্স (আইসিইসিএস) এর ৪১তম সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলার সচিব কামরুল আহসান।  

মহাপরিচালক গাউসুল আজম সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। মুসলিম বিশ্বের অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত সব বিষয় এই বৈঠকে আলোচিত হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
কেজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।