ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এখন আমি কিছুই বলবো না- এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০
এখন আমি কিছুই বলবো না- এরশাদ

ঢাকা: সংবিধানে সপ্তম সংশোধনী হাইকোর্টে বাতিল হয়ে যাওয়ায় অবৈধ হয়ে গেছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতাগ্রহণ। হাইকোর্টের এ রায়ে ক্ষুব্ধ হয়েছেন এরশাদ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ক্ষোভের স্বরেই বলেন, ‘এ ব্যাপারে এখনই আমি কিছু বলবো না। ’

রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না? জানতে চাইলে হুসেইন মুহম্মদ এরশাদ কোনো মন্তব্য করতেই অপারগতা প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সংবিধানে সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর মাধ্যমে সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের মতা গ্রহণ অবৈধ হয়ে যায়।

একই সঙ্গে দেশে এ পর্যন্ত জারি করা সব সামরিক শাসন ও সামরিক আইনকে অবৈধ ঘোষণা করেন আদালত।

সংবিধানে সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায়ে আদালত এই ঘোষণা দেন।

বৃহস্পতিবার  বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ে বলেন, ‘একেবারে শুরু থেকেই জারি করা সব সামরিক শাসনই অবৈধ (ফ্রম দ্য ভেরি বিগিনিং অল মার্শাল ল’জ আর ইললিগ্যাল)।

বাংলাদেশ সময় ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।